• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ শিবিরে ‘বড় দুঃসংবাদ’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছিল শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন সফরকারীদের প্রধান অস্ত্র দিলশান মাদুশঙ্কা।

এবার একই গ্যাঁড়াকলে স্বাগতিক বাংলাদেশও। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিবও। রোববার (১৭ মার্চ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার।

তার ভাষ্যমতে, জাতীয় দলের অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তানজিম। সে কারণে তৃতীয় ওয়ানডেতে তার আর খেলা হচ্ছে না। ফলে ২১ বছর বয়সী এ পেসারকে ঢাকায় ফিরিয়ে নেওয়া হবে। সেখানে তার পায়ের চিকিৎসা করানো হবে।

এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও সুযোগ পাননি এই পেসার। তবে বল হাতে মোস্তাফিজ ছন্দে না থাকায় একাদশে সুযোগ হয় সাকিবের। এরপর ঠিকই ফায়দা লুফে নিয়েছিলেন তিনি। স্বাগতিক পেসারদের হয়ে সর্বনিম্ন ইকোনোমিতে ৪৪ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। এ ছাড়া দ্বিতীয় ওয়ানডেতে তার শিকার ১ উইকেট।

/আসিফ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads